রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’, ভৌতিক জনরার গল্পে সিয়াম ও চঞ্চল চৌধুরী

বিভাগ: বিনোদনরিপোর্টার: Sadia Akter
রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’, ভৌতিক জনরার গল্পে সিয়াম ও চঞ্চল চৌধুরী
রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’, ভৌতিক জনরার গল্পে সিয়াম ও চঞ্চল চৌধুরী ‘তান্ডব’ এর সফলতা পেরিয়ে এবার নতুন চ্যালেঞ্জ নিয়েছেন পরিচালক রায়হান রাফী। থ্রিলার, রোমান্স ও অ্যাকশন ঘরানার পর এবার তিনি ভৌতিক জনরার গল্প পর্দায় উপস্থাপন করতে যাচ্ছেন। নতুন সিনেমার নাম ‘আন্ধার’, যেখানে নায়ক হিসেবে থাকছেন সিয়াম আহমেদ, এবং বিশেষ চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরী। নায়িকা হিসেবে প্রথম গুঞ্জন চলছে ‘হাওয়া’ খ্যাত নাজিফা তুষি-এর। মিডিয়া সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী মাসে শুরু হবে শুটিং। সিনেমাটির পরিকল্পনা করা হয়েছে দুই ঈদ ছাড়াই মুক্তি দেওয়ার, যাতে দর্শক নতুন ধারার ভৌতিক অভিজ্ঞতা পেতে পারেন।