বিভিন্ন রাজনৈতিক দল ষড়যন্ত্র করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে: মনির হোসেন কাসেমী

বিভাগ: লাইভ সংবাদরিপোর্টার: Sadia Akter
বিভিন্ন রাজনৈতিক দল ষড়যন্ত্র করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে: মনির হোসেন কাসেমী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে কাসেমী সমর্থক পরিষদের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার পশ্চিম দেওভোগ মাদ্রাসা বাজার এলাকায় এই সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী। কাসেমীর বক্তব্য বক্তব্যে তিনি বলেন, গত ১৫ বছরে দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে। ফেব্রুয়ারির নির্বাচন ইনশাল্লাহ হবেই, তবে এই নির্বাচনকে সহজভাবে নেওয়া যাবে না। বিভিন্ন রাজনৈতিক দল ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। তবে তাদের কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা নির্বাচন বিলম্বিত করে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে চায়। কিন্তু এ দেশে আর আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। আলেম-উলামারা স্বাধীনতার ৫৫ বছরেও বাকস্বাধীনতা পাননি, এবার সময় এসেছে সঠিক সিদ্ধান্ত নেয়ার। কাসেমী প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে নারায়ণগঞ্জসহ সারা দেশকে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদকমুক্ত সমাজে পরিণত করা হবে। সভায় উপস্থিত অতিথিরা সভায় সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী হারুনুর রশিদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জমির উদ্দিন ফারুকী, অর্থ সম্পাদক দেলোয়ার হোসাইন, ফতুল্লা থানা কমিটির সভাপতি মোফাজ্জল ইবনে মাহফুজ ও মোঃ মোশারফ হোসেন। সভায় বক্তারা দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন।