গোয়ালন্দে আ. লীগ ও শ্রমিক লীগের ২ নেতা গ্রেপ্তার

বিভাগ: লাইভ সংবাদরিপোর্টার: Hasan Mahmud
গোয়ালন্দে আ. লীগ ও শ্রমিক লীগের ২ নেতা গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সন্দিগ্ধ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মোল্লা (৫৭) ও ছোটভাকলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম (৫১)। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ছোটভাকলা ইউনিয়নের নলডুবি গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মো. সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সাইদুল ওই গ্রামের মৃত আব্দুল গনি মোল্লার ছেলে। এর আগে আজ দুপুর ২টার দিকে পৃথক অভিযান চালিয়ে দৌলতদিয়া ঘাট বাস কাউন্টারের সামনে থেকে নুরুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তিনি দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখেরপাড়া গ্রামের তোরাপ আলী মোল্লার ছেলে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘গ্রেপ্তার সাইদুল ইসলাম ও নুরুল ইসলাম মোল্লা দুজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় দায়ের করা মামলার সন্দিগ্ধ আসামি। আজ (মঙ্গলবার) রাজবাড়ীর বিজ্ঞ আদালতের নির্দেশে নুরুল ইসলাম মোল্লাকে জেলহাজতে পাঠানো হয়েছে। সন্ধ্যায় গ্রেপ্তার অপর আসামি সাইদুল ইসলামকে আগামীকাল বুধবার (১৩ আগস্ট) আদালতে তোলা হবে।’ উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গত বছরের ১০ ডিসেম্বর গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করেন। এতে ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা মো. সাইদুল ইসলাম ও শ্রমিক লীগ নেতা নুরুল ইসলাম মোল্লা ওই মামলার সন্দিগ্ধ আসামি।