বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে গোলটেবিল আলোচনা

বিভাগ: রাজনীতিরিপোর্টার: ড. মো. সানাউল্লাহপ্রকাশিত: ৭/৬/২০২৩
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে গোলটেবিল আলোচনা
বাংলাদেশের তথাকথিত ‘রাজনৈতিক অস্থিরতা’র কী প্রভাব দেশে ও দেশের বাইরে পড়তে পারে, তা নিয়ে ভারত সরকারের উদ্যোগে দু’দিনব্যাপী একটি গোলটেবল অনুষ্ঠিত হয়েছে রাজধানী দিল্লিতে। গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর ভারত সরকারের দিক থেকে এটাই ছিল এই ধরনের প্রথম উদ্যোগ। ভারতের প্রথম সারির সরকারি কর্মকর্তা, বিশ্লেষক, সাবেক কূটনীতিবিদ, থিঙ্কট্যাঙ্ক ফেলো, সাংবাদিক, গবেষক, অর্থনীতিবিদ, সাবেক সেনা কর্মকর্তারা দুদিনের আলোচনায় বাংলাদেশ পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে চুলচেরা আলোচনা করেছেন। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন সংস্থা মাওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ (মাকাইয়াস) ছিল এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা। তাদের সঙ্গে আরএসএস প্রভাবিত ‘অন্তর রাষ্ট্রীয় সহযোগ পরিষদ’ (এআরএসপি) ও কেন্দ্রীয় সরকারের ‘সেন্টার ফর স্টাডিজ ইন ইন্টারন্যাশনাল রিলেশনস’ (সিএসআইআর) এই অনুষ্ঠানে যুক্ত ছিল সহযোগী প্রতিষ্ঠান বা ‘নলেজ পার্টনার’ হিসেবে। দিল্লির প্রাণকেন্দ্র লোদী গার্ডেন সংলগ্ন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে (আইআইসি) ২৬ ও ২৭ মার্চ এই গোলটেবিল অনুষ্ঠিত হয়। ভারত সরকার যে শুরু থেকে শেষ পর্যন্ত এই উদ্যোগে সব ধরনের সমর্থন দিয়েছে, সেটাও কোনও গোপন বিষয় নয়। আলোচনার বিভিন্ন সেসনের মূল বিষয়গুলো ও প্যানেলিস্টরা ছিলেন এরকম- ২৬ মার্চ সকালে অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন মাকাইয়াসের কার্যনিবাহী পরিষদের চেয়ারম্যান, প্রফেসর রাধারমণ চক্রবর্তী। তার পর ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার বীনা সিক্রির উদ্বোধনী ভাষণের মধ্যে দিয়ে আলোচনার সূচনা হয়।